এক অনবদ্য সংগ্রামের গল্প
তপু: একটা ক্ষুধার্ত পেট, একটা খালি পকেট, একটা ভাঙ্গা হৃদয়, যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই সে শিক্ষা দিতে পারে না৷
তপু নিজেই এমন এক বাস্তবতার কাছে হার না মানা তারুণ্য, যে পার্থিব জগতে তার বাবা মা পেয়েছে— মা ছিলেন গৃহিণী৷ বাবা ছিলেন কর্মমুখর৷ কিন্তু তার বাবার রাত বেরাত সংগ্রাম করা ক্ষুদ্র আয়ের প্রতিটি টাকাই শেষ হয়ে যায় সংসারের প্রয়োজন মেটাতে, আর তপুর স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়, অভাগা দারিদ্র্যতার মধ্যে৷
তপু শুধু একটি নাম নয়, সে হলো হাজারো মেধাবী শিশুর প্রতীক, যারা আর্থিক সংকটের কারনে তাদের স্বপ্নের জগৎ হারাচ্ছে।
আজ যদি আমরা এগিয়ে না আসি, তাদের ক্ষুধার্ত পেট আর খালি পকেট কখনো পূর্ণ হবে না, তাদের ভাঙ্গা হৃদয় কখনো পরিপূরক হবে না।
আপনার সামান্য সহায়তা তপুর জীবনে আলোর সঞ্চার বয়ে আনবে, তার শিক্ষার পথ প্রসস্থ হবে আর তার স্বপ্ন পূরণের নতুন দিগন্ত খুলে দিবে৷
দেখুন, শুধু তপু নয়, তার মতো অগণিত শিশু আছে, যারা শুধু আপনার সহানুভূতির অপেক্ষায়। চলুন, তাদের পাশে দাঁড়াই— কারণ শিক্ষা ছাড়া কোনো ভবিষ্যত সম্ভব নয়৷